....................RUBEL007.................

..................................Rubel007...........................

Computer Science & Engineering

SOUTHEAST UNIVERSITY



HOME ACTIVITIES DREAMS ADDAS EXTRA-ORDINARY WORK BADRAMI AAMRA MA-BABAR KOTHA SHUNI CONTACT ME

Tuesday, October 19, 2010

এগিয়ে যাওয়ার হাতছানি.........

গত কাল একটা ‘নিউজ’ পড়ে খুব ভালো লাগলো। তাই ব্যপারটা সবার সাথে শেয়ার করছি।

বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একটি কম্পিউটারও পাওয়া কঠিন। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে অনেকে দু’একটি কম্পিউটার তাদের  শিক্ষা প্রতিষ্ঠানর জন্য কিনলেও ছাত্র ছাত্রীর তুলনায় তা কিছুই নয়। এমনকি ঢাকায় অনেক ভার্সিটিতে কম্পিউটার এর স্বলপতা আছে। এই সব সমস্যার সমাধান কি হতে পারে??

কিছু দিন আগে ঢাকায় এই নিয়ে ‘hp’র একজন কর্মকর্তা  একটি সমাধান দিলেন। যা হলো ‘একটি ডিভাইস ইউজ করে ১০ টি কম্পিউটার চালানো যাবে’, শুধু একটি cpu ব্যবহার করে। এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলুতে খুব কাজে দেবে বলে সবার ধারনা। এ ক্ষেত্রে মনিটর, মাউস, কী বোর্ড লাগবে ১০টি করে। ১০ টি user account ১০ জন শিক্ষারথী ব্যবহার করবে।

 

 

 

ক্ষেত্রে কি কি স্পেশাল সুবিধা?

 

১. ১০ টি cpu কেনা লাগছে না! তবে অন্যসব লাগবে(মাউস, কী বোর্ড)।

২. ১ টি cpu চলাতে বিদ্যত খরচ কম বে ৯০ ভাগ!

৩. টীচার অবজার্ভ করতে পারবে সহজে।

৪. কোন সফট ওয়্যার একবার ইন্সটল করলেই হবে!

৫. ইন্টারনেট এর একটি কানেকশান থাকলেই তা সবাই ইউজ করতে পারবে।

 

 

 

বাংলাদেশের মানুষের ভাগ্যর হয়তো কিছুটা পরিবরতন আসবে, যদি এই প্রচেষ্টা সফল হয়।

সবাই ভালো থাকবেন.........

No comments:

Post a Comment